ময়মনসিংহ নান্দাইলের এমপি‘কে নিয়ে
নতুন অটোরিকশাতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোহাম্মদ আলীর। বাচার
একমাত্র সম্বল ব্যাটারিচালিত অটোরিকশাটি কিছু দিন আগে চুরি হয়ে গেছে মোহাম্মদ আলীর। এই গাড়ির আয় দিয়েই চলতো তাঁর ছয় সদস্যের পরিবার। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ে সে। বুধবার দুপুরে হতদরিদ্র চালককে নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।এসময় সংসদ সদস্যকে নতুন অটোরিকশার পেছনে বসিয়ে উপজেলা পরিষদের সামনে ঘুড়িয়েছেন।জানা গেছে, সে নান্দাইল উপজেলা ধুরুয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মোহাম্মদ আলী। কিছুদিন পূর্বে নান্দাইল সদরে তাঁর অটোরিকশাটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও আর কোনো সন্ধান পাননি।
এ অবস্থায় হাতে কোন টাকা না থাকায় আর নতুন গাড়ি কেনা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিত্র স্থানীয় এমপি‘র দৃষ্টিগোচর হয়। পরে তিনি মোহাম্মদ আলীর খোঁজ করে ডেকে নিয়ে নতুন গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বুধবার তিনি মোহাম্মদ আলীর হাতে নতুন গাড়ি তুলে দেন।বুধবার নতুন গাড়ি পেয়ে কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ আলী জানান, নতুন গাড়ি পাইয়া আমি আবারও নতুন উদ্যোমে পরিশ্রম করে পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবো। এই জন্য আমি এমপির প্রতি কৃতজ্ঞ।এমপি তুহিন বলেন, মোহাম্মদ আলীরা যেন সামান্য সাহায্যের জন্য পথে না বসে সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এসময় সেখানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার আবুল মুনসুর প্রমূখ।