শনিবার (১ মে) বিকেলে যশোর শহরের নতুন খয়ের তলা (ভাস্কর্যের মোড়ে) এলাকায় যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। ইফতার ও মাস্ক বিতরনের সময় তাদেরকে করোনা প্রতিরোধ সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, তানজীব নওশাদ পল্লব, শেখ সুনাম, আকাশ, আল আমিন, রনিসহ বিভিন্ন নেতাকর্মীরা।
ইফতার ও মাস্ক বিতরণ কালিন সময় পল্লব জানান, বাঙ্গালী জাতির সমস্ত দুঃখ, কষ্ট, দূর্যোগ, দূর্বিপাকে, জাতির পিতার বলে যাওয়া, মানুষের মুখে হাসি ফুটানোর ব্রথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও অসহায় মানুষের পাশে ছিলো, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।
কারন, বাঙালির সাতদশকের নির্ভরতা প্রিয় প্রতিষ্ঠাই এখন বাংলাদেশ ছাত্রলীগ।
তাই, মহামারি করোনা কালিন সাধারণ মানুষের মাঝে মাস্ক পরানো ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলাই আমাদের আজকের এই কার্যক্রম।