1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

আখের দেশ নামে পরিচিত আমাদের রানী নগর

আখের রাজা নামে পরিচিত নওগাঁ জেলার রানী নগর উপজেলার রাজাপুর গ্রাম। এ বছর প্রচুর পরিমান আখ উৎপাদন করেছে এই গ্রামের কৃষকরা। তারা এই আখ গুলো জমি থেকে সরাসরি পাইকারী দামে বেচা কেনা শুরু করেছে।

এখান থেকে সরাসরি পাবনার ঈশরদী তে আখ পাঠানো হয়। এ বছর আখের রোগ বালায় কম থাকায় বামপার ফলনের আশা করছে স্থানীয় কৃষকরা। তারা প্রতি আটি আখ 200 টাকা হারে বেচা হচ্ছে। প্রতি বিঘাতে আখ চাষে খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা। এবং ভালো ফলন হলে প্রতি বিঘাতে আখ বেচা যায় আশি থেকে একলাখ টাকা।

প্রতি বছরের মত এ বছর ও ভালো মুনাফার আশা করছে স্থানীয় আখ চাষীরা।

আখের শরবত সবার কাছে খুব ভালো লাগে। এই গ্রামের সবাই আখ চাষ করে থাকে।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD