১৭৫৭ সালে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম বাগানে, আজকের এই দিনে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। ইতোমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধিভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীরমদন, মোহনলাল, এবং ফরাসী সেনাপতি সিনফ্রে প্রাণপন যুদ্ধ করেন। যুদ্ধে মীরমদন নিহত হন।
নবাবের বিজয় আসন্ন জেনে মীরজাফর ষড়যন্ত্রমুলকভাবে যুদ্ধ থামিয়ে দেয়। মীরমদনের মৃত্যু মীরজাফরের অসহোযোগিতা নবাবকে বিচলিত করে।
নবাব সিরাজউদ্দৌলা তার পারিবারিক ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের শিকার হন। বিশেষ করে আলীবর্দী খানের জেষ্ঠ কন্যা ঘষেটি বেগম সিরাজের নবাব হওয়ায় আশাহত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এভাবে সিরাজউদ্দৌলা পারিবারিক ষড়যন্ত্রে শিকার হয়।