পঞ্চগড়ের আটোয়ারীতে এক গাভীর দুই বাছুর জন্মদানের খবর পাওয়া গেছে।
৩০মে (রবিবার) ঘটনাটি ঘটে উপজেলার রাধানগর ইউনিয়নের ডুংডুংঙ্গী হাট, কামাত পাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানার বাড়ীতে।
পরিবার সুত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টার সময় গাভীটি এক সাথে দুই বাছুরের জন্ম দেয়। বর্তমানে গাভী ও বাচ্চা দুইটি সুস্থ রয়েছে। গাভী এবং বাচ্চা দুটোকে একনজর দেখতে দলে দলে লোকজনও যাচ্ছে।
সাধারন দর্শনার্থীরা জানায়, আল্লাহর অশেষ মেহেরবানী। আল্লাহ তায়ালা তার কুদরত দেখিয়েছেন।
তারা আরোও জানান, একটি গাভী হতে এক সাথে দুইটি বাচ্চা জন্ম লাভের ঘটনা আটোয়ারীতে বিরল।