চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মহাদয় আজ #হ্যালো_অক্সিজেন টিমকে নিজ হাতে উপহার প্রদান করেন এবং টিমের সদস্য দের সাথে মতবিনিময় করেন। উপহারের মধ্যে ৫ টি ফুল সেট অক্সিজেন ৩ টি পালস অক্সিমিটার, ৮ জোড়া গামবুট,৪০০ সার্জিক্যাল মাস্ক ১০০ জোড়া হ্যান্ড গ্লাভস,৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার,১০ পিচ গগলস।
এমপি মহাদয় আমাদের কথা গুলো মনোযোগ সহকারে শুনে আমাদের কাজকে এগিয়ে নিতে সার্বিক ভাবে পাশে থাকার অঙ্গিকার করেন।
এছাড়াও আগামীকাল থেকে এমপি মহাদয়ের পরামর্শ এবং সহযোগীতায় চালু হতে যাচ্ছে #মানবিকতার_এ্যাম্বলেন্স সার্ভিস। আমাদের প্রত্যন্ত অন্চলের রোগীদের যাতে দ্রুত হসপিটালাইজড করতে পারি এবং আমাদের ভলিন্টিয়ারদের যাতায়াতের জন্য নিজস্ব বাহনের ব্যাবস্থা করে দিয়েছেন।
আমাদের পজিটিভ আলমডাঙ্গা গ্রুপ এবং #হ্যালো_অক্সিজেন টিমের পক্ষ থেকে গনমানুষের নেতা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই দূর্যোগ পূর্ণ সময়ে আলমডাঙ্গার মানুষের পাশে থাকার জন্য।
এছাড়াও বিশেষ ধন্যবাদ জানাই উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান Salmun Ahmed Dawn ভাই এবং আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি Md Ashraful Haque ভাই সবসময় পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য।