মৃত্যুর মিছিল যেন থামছেই না।প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।হারদী ইউনিয়নের মৃত কাউসার খন্দকার ছেলে খন্দকার আনোয়ার হোসেন গতরাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।এখন আর ঠেকানো সম্ভব না,আর সচেতন হয়ে লাভ নায় যা হবার তা হয়ে গেছে এখন শুধুমাত্র কার কখন মৃত্যু হবে সেটা জানা ছাড়া আর কিছু করার নাই।যায়হোক সবাই বাড়িতে অবস্থান করি খুব প্রয়োজন ব্যাতিত বাড়ির বাইরে না যায় বাদবাকি আল্লাহ্ ভরসা ৷
আপনারা ঘরে থাকেন নিরাপদে থাকেন ঘরের বাহিরে কেউ হবেন না প্রয়োজন ছাড়া ৷