বান্দরবান এর আলীকদমে উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ছৈয়দ হোসেন কে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃত ছৈয়দ হোসেন (৬০) পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা মৃত হাজী আব্দুল গণির ছেলে ও আলীকদম উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক।
গতকাল (৮ জুন) বিকাল ৪টা ১০ মিনিটে চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথায় নিজ দোকানে অভিযান চালিয়ে শ্রমিকলীগ নেতা ছৈয়দ হোসেনকে ইয়াবাসহ আটক করে আলীকদম পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চৈক্ষ্যং আবাসিক রাস্তার মাথা এক দোকানদার পাচারের উদ্দেশ্য দোকানে ইয়াবা মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মো.বাবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। দোকনের ভিতর থেকে ৮০০ পিস ইয়াবাসহ ছৈয়দ হোসেনকে আটক করে। পরে আটককৃতকে আলীকদম থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা এর বেশী। রাজনৈতিক নেতার আড়ালে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে তা বিক্রি করতেন বলে পুলিশের ধারণা।
আলীকদম থানার ওসি তদন্ত মোঃ শফিকুর রহমান বলেন, ইয়াবাসহ আটককৃত ছৈয়দ হোসেন ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবং প্রয়োজনীয়তা পদক্ষেপ নেওয়া হবে।