আশুলিয়ার বাইপাইলে এতিম শিশুদের খাইয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন করলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী লীগে পদ প্রত্যাশী লায়ন মোঃ ইমাম হোসেন।
১৭ মার্চ বুধবার দুপুরে বাইপাইল মোড় এলাকায় করিম সুপার মার্কেটে আয়োজন করেন তিনি । পবিত্র কোরআন শরিফ খৎম শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুস্ঠানে উপস্থিত ছিলেন, বাইপাইল পাইকারী কাপরের নিউ মার্কেটের চেয়ারম্যান আওলাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম হোসেন, শেখ মনির হোসেন, বিশিষ্ট সাংবাদিক লোকমান হোসেন খোকা চৌধুরী ও নাজমুল হোসেন ভুইয়া প্রমুখ ।
শ্রমিক লীগ নেতা লায়ন মোঃ ইমাম হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে এতিম অসহায়দেরকে নিয়ে আমি এবার একটু ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করেছি । বঙ্গবন্ধুর একশত এক তম জন্মশত বার্ষিকী উপলক্ষে একশত একজন এতিমকে দিয়ে দুই দু’বার পবিত্র আল কোরআন খতম করায়েছি। এতিমদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার র্দীঘায়ু ও সুস্থতার জন্য মিলাদ ও দোয়া করেছি। সকল এতিমদেরকে নিয়ে দুপুরের খাবার খাইয়েছি, শুধু তাই নয় তাদেরকে ফুল দিয়েও শুভেচ্ছা জানিয়েছি।