একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রুপে হাজির হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলোচনা- সমালোচনা তোয়াক্কা না করে কখনো নায়ক, কখনো গায়ক কখনো,কখনো বা আলাদীনের দৈত হয়ে। সমালোচনা তোয়াক্কা না করে একের পর এক নতুন গান নিয়ে আসছেন হিরো আলম। নিজেকে নতুন করে হাজির করতে মরিয়া তিনি। এবার নতুন একটি গানে তাকে দেখা গেল ভিন্ন এক চরিত্রে।
সম্প্রতি হিরো আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নতুন একটি গান ভাাইরাল হয়েছে। হিরো আলমকে এই গানে সম্পূর্ন ভিন্ন এক রুপে দেখা গেছে।একটি আফ্রিকান গানে কন্ঠ দিয়াছেন হিরো আলম। আফ্রিকান গানটির মিউজিক ভিডিওতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বুঝা না গেলেও, গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। তবে কেন তার এই বেশ, তা এখনো জানা যায়নি। হিরো আলম বেশ কয়েকটি গান গেয়েছেন। এরমধ্যে কয়েকটি বাংলা গানের পাশাপাশি কিছুদিন পূর্বে একটি আরবী ভাষার গানে তাকে কন্ঠ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও ট্রলের মুখোমুখি হয় সেই গান।
উল্লেখ্য, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হন আলম। আর এসব গান দিয়ে দিনের পর দিন ভাইরাল ও ট্রলের শিকার হয়েই যাচ্ছেন হিরো আলম।