স্বার্থের দুনিয়াটা আজ বড়ই অচেনা,
যা কিছু ঘটে গেছে তা একটু করে জানা।
চেনা মুখ গুলি আজ অচেনা হয়ে গেছে,
স্বার্থের টানে সবকিছু ফুরিয়ে গেছে।
কিছু মানুষ আছে যারা ভালো কিছু খোঁজে,
নিজের স্বার্থটা পাগলেও ভালো বুঝে।
যা ছিল বন্ধু কিছু তারা ডাকে পিছু পিছু,
সবাই শুধু স্বার্থের টান বুঝে।
চেনা মুখ গুলি সে ভুলে গেছে কবে,
এটাই তো দুনিয়া সবাই ভুলে যাবে।
আজ নয় কাল ছিল তোমার কেউ,
সবাই তো ভুলে যাবে পাশে রবেনা কেউ।
স্বার্থের টানে মানুষ দেশান্তরি হয়,
এটাই তো দুনিয়া কেউ কারো নয়।
কেউ ছিল আপন তোমার আজ হয়েছে পড়,
রঙের এই দুনিয়াতে সবাই স্বার্থপড়।