স্ত্রীর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা গোবিন্দ। করোনা আক্রান্ত হওয়ার খবর অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।
সুনীতাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি সংক্রমণ মুক্ত হয়েছেন তিনি।
সুনীতা জানান, রোববারই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান তারা এবং গোবিন্দর ফল পজিটিভ আসে।গোবিন্দ বাড়িতে থাকলেও নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তিনি আরও জানান, গোবিন্দর কোভিড পজিটিভ আসলেও তার শরীর ঠিক আছে। সামান্য উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছে। সবাই তার পাশে আছি, চিকিৎসকরাও সব সময় নজরে রাখছেন তাকে। আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।