শেষ মুহূর্তে ঈদের কেনা কাটায় রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজধানীর বসুন্ধারা শপিংমলে সকাল থেকে ক্রেতা সমাগমে ভরপুর। মার্কেটের প্রবেশ পথে স্বাস্থ্যবিধি মানা হলেও দোকানগুলোতে তা উপেক্ষিত।
শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বৃষ্টি উপেক্ষা করেই চলছে বেচাকেনা। বিক্রেতারা বলছেন, কেনাকাটার এ মহা সমারোহ চলবে চাঁদরাত পর্যন্ত।
ঈদের বাকি আর মাত্র দু’ একদিন। তাই শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় বাধা হতে পারছে না বৈশাখের প্রখর রোদ কিংবা বৃষ্টি।
মঙ্গলবার (১১ মে) রাজধানীর নিউমার্কেট এলাকায় যতদূর চোখ যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতাদের নজর সাশ্রয়ী দামে পছন্দের পোশাকের দিকে আর বিক্রেতাদের চাওয়া বাড়তি মুনাফা। দরকষাকষি আর হাঁকডাকে সরগরম পুরো এলাকা।
বিক্রেতারা বলছেন আগামী দু’ একদিন ঈদে ঢাকায় থাকা মানুষের কেনাকাটার চাপ থাকবে। বিক্রি নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ দোকানি।
শেষদিকে এসে বেড়েছে জুতা, প্রসাধনী ও অলঙ্কারের বিক্রি বলেও জানান বিক্রেতা।