প্লিজ কেউ এরিয়ে যাবেন না একবার হলেও পড়বেন।
আজ সকাল ৬ টায় হঠাৎ ফোন আসলো একজন মারা গেছে ভাই দাফেনের জন্য আপনাদের আসার লাগবে। আমাদের জিজ্ঞাসা করলো ভাই আপনাদের কি কোন পারিশ্রমিক দেওয়া লাগবে?? আমরা বললাম জি-না ভাই আমরা বিনা পারিশ্রমিকে কাজ করি। সুধু যাতয়াত খরচ দিলেই আলহামদুলিল্লাহ। অপর দিক থেকে বললো ভাই তাহলে আপনারা আসেন একটা গাড়ি নিয়ে, আবার লোকটি বললো ভাই আপনাদের কাছে কি কাফনের কাপড় পাওয়া যাবে? আমরা বললাম না ভাই আমাদের কাছে তো নেই। যদি আপনি বলেন আমরা কিনে নিয়ে আসতে পারি চুয়াডাঙ্গা থেকে। লোকটি বললো আচ্ছা ভাই তাহলে আপনারা কিনে নিয়ে আসেন যা দাম হয় আমরা দিয়ে দিবো। আমরা কিনে নিয়ে গেলাম। চুয়াডাঙ্গা থেকে অনেক দূরে একটা মাইক্রো নিয়ে আমরা সাত জন আল্লাহর বান্দা দাফনের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ দাফন সম্পুর্ন করে। ফিরত আসবো গাড়ি ভাড়া, কাফনের কাপড় টাকা দিতে চাইলো কিন্তু আমরা বুঝতে পারলাম তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভাল না। চক্ষু লজ্জার কারণে ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমরা পরিস্থিতি বুঝতে পেরে বললাম ভাই আমাদের গাড়ি ভাড়া টাকা দিতে হবে না। আপনারা সুধু কাফনের টাকা দিলে হবে। আমরা চুয়াডাঙ্গা চলে আসলাম।
কাহিনী টা শুনানোর উদ্দেশ্য হলো আমাদের সমাজে এমন অনেক বিত্তশালী সামর্থ্যবান ব্যক্তি আছে যারা এই করোনা কালে অসহায় মানুষের পাশে দাড়াতে পারেন। আমরা বিশেষ ভাবে আবেদন জানাছি যদি কোন হৃদয়বান ব্যক্তি আমাদের যাতয়াত সাপোর্ট দিলে এবং সরঞ্জাম সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আমরা সম্পুর্ন ফ্রি সার্ভিস দিতে পারবো। আজকেই ৩ টা দাফন তাহলে একটু চিন্তা করেন আমাদের প্রতিদিন কি পরিমাণ সরঞ্জাম প্রয়োজন।
বিশেষ প্রয়োজনঃ
#গাড়ি_সাপোর্ট
#প্রয়োজনীয়_সরঞ্জাম
#কাফনের_কাপড়
যোগাযোগঃ 01752-535953 (পরিচালক)
01953-614460 (সেক্রেটারি)
বিঃদ্রঃ গাড়ি অনেক মালিক আছে যারা করোনা দাফনের কথা শুনে গাড়ি দিতে চাচ্ছে না। এজন্য আমাদের গাড়ি নিয়ে এখন বেশি ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।
সূত্রঃ তাকওয়া ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা