1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

কামরাঙ্গীর চরে দ্বিতীয় দিনে ৮৯ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলদারদের কবল থেকে উদ্ধারে দ্বিতীয় দিনে ৮৫টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ। কামরাঙ্গীর চরে দ্বিতীয় দিনে ৮৯ স্থাপনা উচ্ছেদ (বিআইডব্লিউটিএ)। বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেটারি ঘাট এলাকায় নদী তীরে বেড়িবাঁধ সড়কের পাশ ধরে এ অভিযান পরিচালিত হয়। এতে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী অভিযানে নেতৃত্ব দেন।জানা গেছে, পুনঃদখল রোধে বিশেষ উচ্ছেদ অভিযানে নদীর সীমানা পিলার হতে ২০ থেকে ৩০ ফুট ভেতরে অবৈধ দখলে থাকা দুই একর ভূমির বহুতল ভবনসহ ৮৯টি বাড়িঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এগুলোর মধ্যে ৩টি চারতলা পাকা ভবন, দুটি তিনতলা পাকা ভবন, দুটি দোতলা পাকা ভবন, ১৮টি একতলা পাকা ভবন, ১২টি আধাপাকা ঘর, ৩২টি টিনের ঘর, ১৮টি টং-ঘর ও ২টি খাবার হোটেল রয়েছে। বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান আজ ও আগামীকাল চলবে বলে জানা গেছে। ঢাকার পাশে চার নদ-নদীর তীর দখলমুক্ত করতে গত দেড় বছরে প্রায় ১৬৬ দশমিক ২৫ একর জমি ও ৬ হাজার ৪৭১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD