ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দিন মজুরের কাজ করতেন।
নিহত হলেন, চাঁদপুরের ইব্রাহীমপুর সদর এলাকার মো. হাফেজ আলীর ছেলে আব্দুল খালেক (৪০)।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, আব্দুল খালেক রাত ৯ টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনাসার একাডেমীর সামনে সড়ক অতিক্রম করছিলেন। এ সময়ে গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খালেক গুরুত্বর আহত হয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা জান তিনি। নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।