ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডুমুরতলা গ্রামে রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের প্রভাবশালীরা এ গাছ কেটে বিক্রি করছে বলে অভিযোগ। সরেজমিন দেখা গেছে, শুক্রবার সকাল থেকে কয়েকজন শ্রমিক ডুমুরতলা গ্রামের একটি সড়কের কয়েকটি কড়াই গাছ ও তাল গাছ কাটছে। এরমধ্যে দুইটি বড় তালগাছ কেটে ফেলে রাখা হয়েছে। দুইটি কড়াই গাছের ডাল-পালা কেটে রাখা হয়েছে। গাছগুলো সরকারি হলেও নিজেদের বলে দাবি করছেন ডুমুরতলা গ্রামের জিল্লুর রহমান।
আর এই গাছ কাটার খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানতে জিল্লুর রহমানের কাছে মোবাইল করা হলে তার স্ত্রী রোকেয়া খাতুন রিসিভ করে বলেন, গাছগুলো আমাদের। এখন রাস্তার মধ্যে চলে গেছে। আমরা অনুমিতি নিয়ে গাছ কাটছি। কালীগঞ্জ থানার এসআই আবুল কাশেম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছেন। গাছটি ব্যক্তিগত বা সরকারি কিনা সেটি মাপের পর জানা যাবে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। সরকারি অনুমতি না পাওয়া পর্যন্ত গাছ না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, গাছ কাটার অভিযোগ পেয়ে নায়েবসহ পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। কাগজ-পত্র দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।