কালীগঞ্জ উপজেলায় সর্বাত্মক লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন।পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট,সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
করোনার সংক্রমণ রোধে লকডাউনে সরকারের বিধি নিষেধ বাস্তবায়ন পহেলা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এই ৭ দিনে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ টি মামলায় ১১ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলায় লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শিবলী সাদিক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাচ্ছেন।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো.শিবলী সাদিকের নেতৃত্বে কালীগঞ্জ পৌর বাজার, কাপাসিয়া মোড়, বক্তারপুর বাজার, নয়া বাজারসহ বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে স্বাস্থ্য বিধি না মানায়, সরকারের নির্দেশ অমান্য করে দোকানপাট খোলায় এবং অহেতুক ঘুরাঘুরি ও অযথা আড্ডা দেয়ার অপরাধে ৫ টি মামলায় ২ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
এর আগের দিন মঙ্গলবার সরকারের বিধি নিষেধ না মানায় ৪ টি মামলায় ৬৫০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।