২০জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও২৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার৩০৬জন।
আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৬জনে দাঁড়ালো।সিটি ০১ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১২জন,বুড়িচ০১জন,দাউদকান্দি ০১ জন,আর্দশ সদর০১জন, ব্রাক্ষণপাড়া ০১জন,বরুড়া০৩ জন, লালমাই ০১জন, দেবিদ্বার ০১জন, মেঘনা ০১ জন,মনোহরগন্জ ০২ জন,লাঙ্গলকোট ০১জন।
আজকের রিপোর্টে সুস্থ্য৪০জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার২৩৫জন করোনা রোগী।আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ৩২জন,চান্দিনা ০৮জন।
গতকাল ২০জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮০হাজার ২১৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৯হাজার ৬৭৫জনের। এর মধ্যে ১৩ হাজার ৩০৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০২
এদের মধ্যে নতুন সনাক্ত: ০২।