করোনায় আক্রান্ত মায়ের গর্বে পুত্র সন্তান জন্ম নেওয়ার ১২ ঘন্টা পর শিশুর মৃত্যু সংবাদ মা শুনবার সাথে সাথে শোক সহ্য করতে না পেরে ছটপট করতে করতে নিজের অক্সিজেন মাস্কও খুলে ফেলে ১০ মিনিট পর সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে মা’ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
উপস্থিত সবাই এই হৃদয় বিদারক দৃশ্য দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং এ ঘটনা দেখে ডাক্তাররা বলেছেন এই হৃদয় বিদারক ঘটনা আমরা আগে কখনো উপলব্ধি করিনি যা দেখে আমাদেরও অনেক কষ্ট হচ্ছে।
কুমিল্লা জেলা, বরুড়া উপজেলা, ১৩নং আদ্রা ইউনিয়ন, পোঃ একবাড়ীয়া বাজার, হরিশাপুরা গ্রাম নিবাসী (প্রবাসী) মোঃ সোহেল পাটোয়ারী’র স্ত্রী মোসাঃ ফারজানা আক্তার(২৭) গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গত ১৭-০৫-২০২১-ইং তারিখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন, গতকাল ৩০-০৫-২০২১-ইং তারিখে সন্ধ্যা ৬.৩০ মিনিটে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু মা করোনায় আক্রান্ত হওয়ার কারণে শিশুর শরীরে ও প্রভাব ছিল যার কারণে শিশুর মৃত্যু হয়।
পুত্র সন্তানের মৃত্যু সংবাদ মা সহ্য করতে পারেনি। ১২ ঘন্টার ব্যবধানে শিশুর পর মা ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
“বিবেক এর সদস্যরা মরহুমা ও শিশু পুত্রের গোসল-কাফন-জানাজা সম্পন্ন করেছেন।