কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ স্বাক্ষরিত হয়েছে। রোববার দুপুরে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএমের সাথে কুমিল্লা রিজিয়নের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ’র সঙ্গে এ চুক্তি সম্পাদন হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকা ইসলাম, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার প্রশাসন এন্ড প্লানিং মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রিজিয়নের পুলিশ সুপারগণ।
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পাশাপাশি মহাসড়কে শৃংখলা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম মহোদয় নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। আগামী দিনে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সাথে পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।