কুষ্টিয়ার দৌলতপুর মিরপুর কবরস্থান থেকে জনি(২৫) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। আজ বিকালে দৌলতপুর উপজেলার মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে দৌলতপুর উপজেলার মিরপুর গ্রামের আলা সরদার ছেলে জনি।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত জনি তার বাড়ী হতে হাফ কিলোমিটার দূরে দৌলতপুর থানাধীন মিরপুর গ্রামস্থ মিরপুর কবরস্থানের মধ্যে গাব গাছের সাথে গলায় ফাস দিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা। পরে দৌলতপুর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত লাশ মাটিতে নামান এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয় দৌলতপুর থানা ওসি নাসির উদ্দিন জানান সে মানষিক প্রতিবন্ধী। এর আগেও অনেকবার গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করে। আজ বিকেলে নির্জন জায়গায় যেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি জানান