কুষ্টিয়ায় বাবার সাথে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বাপ্পী শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ কুমারখালীর মুলগ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। সে কুমারখালী উপজেলার মুলগ্রামের শিপন শেখের ছেলে।
নিহতের অভিভাবকরা জানান আজ দুপুরের দিকে বৃষ্টির ভিতরে বাপ্পী শেখ তার বাবা শিপন শেখের সাথে করে গরুর জন্য মাঠে খাসকাটতে যায়। এ সময় আকাশে ব্রজপাত ও বৃষ্টির হয় এবং ব্রজপাতে মাঠে থাকা বাবা ও ছেলের উপর পড়লে বাবা শিপন আহত হন এবং ছেলে বাপ্পী শেখ ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় সহায়তায় বাবা শিপনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কম্পোলেক্স ভর্তি করেন।
এ বিষয়ে কুমারখালী ওসি আরএমসি টিভি কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বিষয়টি অতি দুঃখ জনক