কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরে ভুট্রা ক্ষেত থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকাল ৪ টার দিকে ইট ভাটার পশ্চিমে ভুট্রা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ ।
জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধীন ভাঙ্গা বটতলার পুর্ব-দক্ষিণে ও শহীদুল ঠাকুরের ইট ভাটার পশ্চিমে ভুট্রা ক্ষেত থেকে ফাতেমা খাতুন (১৪) নামের নবম শ্রেণীর পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কটু ডাক্তারের নাতনী ও সাইফুল ইসলামের মেয়ে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।