আজ ৭ জুন জলঢাকা উপজেলার কৈমারী বাজার সংলগ্ন কৈমারি দাখিল মাদ্রাসা কর্তৃক মডেল মসজিদ এর আলোচনা সভা ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব হাফেজ মাওঃমোঃআব্দুর সবুর এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরেজাউল করিম বাবু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃখায়রুল ইসলাম (সাবেক অধ্যক্ষ কৈমারী দাখিল মাদ্রাসা)
এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
সাইদার রহমান মাস্টার (সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কৈমারী শাখা)
মোঃকহিনুজ্জামান লিটন (সাবেক চেয়ারম্যান কৈমারী ইউঃপিঃ)
মোঃমতিয়ার রহমান বিএসসি,মোঃখোরশেদ আলম মোড়ল (সাবেক সভাপতি অত্র মাদ্রাসা),
মোঃঅহিদুল ইসলাম (অধ্যক্ষ বড়ভিটা ফাজিল মাদ্রাসা),
আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন,
মোঃছাইফুল ইসলাম (সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কৈমারী শাখা),
মাঃমোঃআব্দুর রহমান (সদস্য অত্র মাদ্রাসা)
পরিচালনায়,
জনাব রিফাতুল ইসলাম বনিক (সহকারী শিক্ষক কৈমারী দাখিল মাদ্রাসা)