1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, উদ্যোগে  বাড়ির মালিক শ্রমিকদের  যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ শাল্লায় শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় দায়িত্বরত সেবাইতকে মহন্ত টিকা প্রদান স্বতন্ত্র প্রার্থী হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম খালিয়াজুরীতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৭ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান এমপি তুহিন রাঙ্গাঝিরি মোঃ ইউনুছ চৌঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত সুনামগঞ্জ ১ আসনে চমক দেখালেন রঞ্জিত সরকার তাজরীন ট্রাজেডির ১১ বছর: নিহতদের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা বাঁশের ব্রীজই এখন এলাকাবাসীর ভরসা

কয়েক বছর আগেও গেমিং ছিল বিলাসিতা

কয়েক বছর আগেও গেমিং ছিল বিলাসিতা। বিশেষ করে আমাদের বাংলাদেশের বাবা-মায়েরা তো ছেলেমেয়েদের গেম খেলতে দেখলেই তেড়ে আসতেন। শুনাতেন কথার ফুলঝুরি। গেমের নেশা কাটাতে না পেরে ঝাড়ুর বাড়ি খেতে হয়েছে এমন উদাহরণও পাওয়া যাবে অহরহ।

সময়ের বিবর্তনে সেই গেমিংই বর্তমানে তৈরি করে নিয়েছে আলাদা দুনিয়া। অনলাইন মাল্টিপ্লেয়ার সিস্টেম গেমিং জগতে খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দ্বার। ই-স্পোর্টস নামক নতুন এই খেলাতে বর্তমানে বিনিয়োগের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার!

PUBG, CSGO, League of Legends, Free Fire, Fortnite, Dota 2 ইত্যাদি গেমগুলো এখন ই-স্পোর্টসের হটলিস্টে। নিত্যনতুন টুর্নামেন্ট গেমগুলোর খেলোয়াড় সংখ্যা যেমন বাড়াচ্ছে তেমনই বাড়ছে ই-স্পোর্টস এর জনপ্রিয়তা। আমাদের বাংলাদেশেও চলে এসেছে এই ই-স্পোর্টসের ক্রেজ।

কয়েকদিন আগেই পাব্জি মোবাইলের বিশ্বকাপ খেলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলো A1 Esports! এছাড়াও বর্তমানে PUBG, CSGO, League of Legends, Dota 2 এর নিত্যনতুন টুর্নামেন্ট বাংলাদেশের ই-স্পোর্টসকে আস্তে আস্তে আরো প্রসারিত করছে।

তারই ধারাবাহিকতায় এবার আরেক জনপ্রিয় গেম Free Fire ও বাংলাদেশের গেমারদের জন্য নিয়ে এসেছিলো Free Fire Bangladesh Championship 2021 যার প্রাইজপুল ছিল ২৫ লক্ষ টাকা!!!

অনলাইন কোয়ালিফায়ারের মাধ্যমে শুরু হওয়া এই টুর্নামেন্টটির পর্দা নেমেছে গত ১৯ মার্চের গ্রান্ড ফাইনালের মধ্য দিয়ে। যেখানে চরম প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের পাওয়ার হাউজ Agent Exp!

Free Fire Bangladesh Championship 2021 বাংলাদেশের ফ্রি ফায়ার গেমারদের জন্য আয়োজিত প্রথম অফিশিয়াল টুর্নামেন্ট। এখানে সকল ফ্রি ফায়ার গেমার নিজেদের স্কোয়াড নিয়ে নেমে পড়ে ব্যাটলগ্রাউন্ডে, নিজেদেরকে সেরা প্রমাণের জন্য। টুর্নামেন্টটি শুরু হয় FFC Mode Qualifier এর মাধ্যমে। এখান থেকে টপ ৪৮ টি টিম ক্লোজড কোয়ালিফায়ারের জন্য উত্তীর্ণ হয়। এরপর League Season এবং Play-ins পার করে টপ ১২ টি টিম নিজেদেরকে Free Fire Bangladesh Championship এর গ্রান্ড ফিনালের জন্য মনোনীত করে।

গত ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে টপ ১২ টি টিম টানা ৬ টি ম্যাচ নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের ঘরে আনার জন্য। ফাইনালের প্রথম ম্যাচটি ছিল বারমুডা ম্যাপে। ১২ কিল নিয়ে প্রথম ম্যাচের উইনার হয় B26 Mystics! ৫ কিল নিয়ে এই ম্যাচের MVP নির্বাচিত হয় একই টিমের Light!

Purgatory তে হওয়া সেকেন্ড ম্যাচে ১৪ কিলের সাথে Booyah নিজেদের করে নেয় Agent Exp! ৭ কিল নিয়ে দ্বিতীয় স্থানে থাকে TM Swag! পরবর্তী ম্যাচ ছিল কালাহারিতে। এই ম্যাচে ১৫ কিল নিয়ে উইনার হয় The JawBreakers! এই ম্যাচে আবারো অল্পের জন্য Booyah মিস করে TM Swag! দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

৪র্থ ম্যাচটিতে আবারও খেলা হয় বারমুডা ম্যাপে৷ এই ম্যাপটি যেন B26 Mystics এর জন্য আশীর্বাদস্বরূপ। এবারও এই ম্যাপের উইনার হয় তারা। Purgatory তে হওয়া পঞ্চম ম্যাচে ৫ কিলের সাথে Booyah নিজেদের করে নেয় Team Extreme EX! ৯ কিল নিয়ে দ্বিতীয় স্থানে থাকে Team RIOT!

ফাইনালের সর্বশেষ ম্যাচ ছিল কালাহারিতে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লাস্ট ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে Agent Exp! ১৩ কিল নিয়ে উইনার হয় তারা। এই জয়ের মাধ্যমে ১ পয়েন্টের ব্যবধানে The JawBreakers কে সরিয়ে শীর্ষস্থান দখল করে তারা। হয়ে যায় Free Fire Bangladesh Championship এর প্রথম চ্যাম্পিয়ন! মাত্র ১ পয়েন্টের জন্য রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় The JawBreakers টিমকে।

Free Fire Bangladesh Championship এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে Agent Exp ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ২০২১ এর Play-ins এর জন্য কোয়ালিফাই করে ফেললো যা ২২শে মে থেকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। Free Fire Global Series হতে যাচ্ছে সবথেকে বড় ফ্রি ফায়ার গ্লোবাল টুর্নামেন্ট যার প্রাইজপুল থাকবে ২ মিলিয়ন ইউএস ডলার।

আমাদের বাংলাদেশের একটি টিম ফ্রিফায়ারের এত বড় একটি স্টেজে কোয়ালিফাই করে দেশের জন্য নিয়ে এসেছে গৌরব। আশা করা যায় গ্লোবাল স্টেজেও অসাধারণ পারফরম্যান্স দিয়ে নিজেদের জাত চিনিয়ে আসবে Agent Exp! তাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD