করোনা পরিস্থিতিতে মানসিক ক্লান্তি দূরীকরণের জন্য খালিয়াজুরী উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন।
শুক্রবার (১৮জুন) বিকাল ৪ টা খালিয়াজুরী কলেজ মাঠে এ খেলা শুরু হয়। খেলার পুরস্কার ছিল দুটি খাসী।
৬০ মিনিটের শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ এ খেলায় ৩-২ গোলে বিবাহিত দল বিজয়ী হয়।
খেলার প্রথমার্ধে উভয় পক্ষই একটি করে গোল করে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে বিবাহিত দলের ফরিদ আহমেদ দুটি গোল করে ৩-২ গোলে বিবাহিত দল জয়লাভ করে।
খেলা শেষে বিবাহিত দলের অধিনায়ক মোঃ রাজীব আহমদ এর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের পুরস্কারের খাসী তুলে দেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম ও খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌকির আহমেদ।এলাকার শত শত মানুষ উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন,এবং ইউএনও এর এই উদ্যোগের প্রশংসা করেন।খালিয়াজুরী উন্নয়নে নাগরিক আন্দোলনের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম তাং বলেন, উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যোগটি খালিয়াজুরী সাধারণ মানুষও আনন্দ উপভোগ করছেন।এমন চমৎকার উদ্যোগের জন্য উনাকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে বিবাহিত দলের অধিনায়ক মোঃ রাজীব আহম্মদ বলেন, চিত্তবিনোদনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় জয় পরাজয় যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করেছি আমরা। তিনি আরও জানান, পুরস্কারের খাসী দিয়ে আজেই বিরিয়ানি রান্না করে খাওয়ানো হবে।।