।
সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। ক্রমশঃ বাড়ছে মৃতের সংখ্যা। তাই সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। কিন্তু সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজার বেশ জমে উঠেছে। লেপসিয়া নৌঘাটে ভিড়েছে শত শত নৌকা আর জমায়েত হয়েছে ৪/৫ উপজেলার লক্ষাদিক মানুষ। খুলেছে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান। মানা হচ্ছেনা কোন প্রকার স্বাস্থ্যবিধি। এদিকে লিপসা পুলিশ ফাঁড়ি ও ইউনিয়ন পরিষদের সামনে সরকারি বিধি-নিষেধকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে এভাবে বাজার খুলে দেয়া ও লক্ষ মানুষের জমায়েত হওয়ায় বাড়তে পারে সংক্রমণ, ডেকে আনতে পারে মারাত্মক বিপদ এমনটাই মনে করছেন উপজেলার সচেতন মহলের।লেপসিয়া বাজার বণিক সমিতির সভাপতি কুদ্দুস মিয়া বলেন এই বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে বাজার করতে, তাই তাদের কে জানানো সম্ভব হয়নি, কারন লকডাউন শুরু হয়ছে বৃহস্পতিবার থেকে, আজ বাজার জমে গেছে আগামী শনিবার আর বাজার বসবে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিষয়টি অস্বীকার করলেও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন বিধি-নিষেধ বলবৎ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।