বড়বিল ইউনিয়নের ঠাকুরাদাহ বাজারে ভূয়া ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় পাবলিকের হাতে আটক মোস্তাফিজার নামে এক ব্যাক্তি।
ভূয়া ডিএসবি পুলিশ মোস্তাফিজার (২৮) রংপুর হাজিরহাট থানার অভিরাম সুকানচৌকি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরাদাহ বাজারে মনিরুল হার্ডওয়্যারের দোকানে লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে অকথ্য ভাষায় গালিগালাজ করে ২০০০ টাকা জরিমানা দাবী করে এবং দোকান মালিক মনিরুলের কাছে থাকা ৬৫০ টাকাই দিয়ে দেন ভূয়া পুলিশ মোস্তাফিজকে।
ঠাকুরাদাহ বাজারের উপস্থিত জনসাধারণ বিষয়টি সন্দেহজনক বুঝতে পেরে মোস্তাফিজার কে আটক করে গংগাচড়া থানায় খবর দেয়।
গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।