গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১শে জুন ইতোমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন।
এরই ধারাবাহিক ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাকের পার্টির মনোনীত প্রার্থীরা বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠান প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে।
কালীগঞ্জ উপজেলায় জাকের পার্টির মনোনীত প্রার্থীরা হলেন বক্তারপুর ইউনিয়নে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়নে জাকের পাটি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাদানী খান, জামালপুর ইউনিয়নে জাকের পার্টি জামালপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন এবং বাহাদুরসাদী ইউনিয়নে জাকের পার্টি বাহাদুরসাদী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।