গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা আসক্ত এক যুবককে নজরদারিতে রাখে পুলিশ। পরে সেই মাদকাসক্ত ইয়াবা ক্রেতার পিছু নিয়ে ব্যবসায়ীসহ দুই জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৩টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার রমজান কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁওয়ের সুরুজ মিয়ার ছেলে ও হুমায়ুন মিয়া একই এলাকার মূলগাঁও গ্রামের হোসন আলীর ছেলে। রমজান ইয়াবা ব্যবসায়ী আর হুমায়ুন সেবনকারী।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, শনিবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ নজরদারিতে থাকা হুমায়ুনের পিছু নেন এসআই সুকান্ত বিশ্বাস। পরে হুমায়ুন রমজানের ঘর থেকে ইয়াবা ক্রয় করে বাড়ি থেকে বের হলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে রমজানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ ও ঘর তল্লাশী করে ১০৩টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই সুকান্ত বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। সেই মামলায় দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।