গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে ১৯/০৬/২০২১ইং রোজঃ শনিবার সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল প্রতিমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, গাজীপুর ৫ আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি (এম,পি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ ভাই ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শিবলী সাদিক
উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার প্রথম আওয়ামী লীগের নির্বাচিত মেয়র এস এম রবিন হোসেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হলেন – ১.২.৩ নং ওয়ার্ড আমিরুন নেছা, ৪.৫.৬ নং ওয়ার্ড নার্গিস বেগম ও ৭.৮.৯ নং ওয়ার্ড কান্তা ভূইয়া।
৯ জন কাউন্সিলর হলেন – ১ নং মোফাজ্জল হোসেন আকন্দ, ২নং মু.আফসার হোসেন, ৩ নং মো.আশরাফউজ্জামান আশরাফ ,৪নং মোঃ বাদল মিয়া, ৫নংআশরাফুল আলম রিপন, ৬নং আবদুস ছালাম, ৭নং মো.নুরে আলম শেখ, ৮নং মো.আমির হোসেন ও ৯নং মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন কনক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, কালিগঞ্জ পৌর যুবলীগ নেতা আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ মোল্লা, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক এ জি এস মোঃ ওয়াহিদুল ইসলাম সুমন, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।