গাজীপুর কালীগঞ্জ উপজেলায় ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যায়ে কালীগঞ্জ মসলিম কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক
ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
০৫/০৬/২০২১ইং রোজ শনিবার সকালে গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য
বাংলাদেশ আওয়ামিলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক, ” শান্তি কন্যা ও উন্নয়ন কন্যা ”
মেহের আফরোজ চুমকি এম পি সভাপতি,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণাল সংসদীয় স্থায়ী কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন।
এ সময় বক্তব্য রাখেন জাতিয় দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক ও হামীম গ্রুপের মহা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, তিনি বলেন কালিগঞ্জ কে আমার নিজের এলাকা মনে করি কালীগঞ্জের মানুষ আমার পরিবারের সদস্য তাই এই কালীগঞ্জে আমার প্রতিষ্ঠানে এখন সাড়ে চার হাজার শ্রমিক কাজ করতেছে । আমি এইখানে বিশ হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করব।
প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি এমপি বলেন এই মুসলিম কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণের জন্য ২ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আপনারা শুনলে খুশি হবেন আমার সংসদীয় আসনে বর্তমানে শুধু শিক্ষাখাতে বরাদ্দ আছে ৫০ কোটি টাকা। পাশাপাশি সকল উন্নয়নের কর্মকান্ড কথা তিনি তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শিবলী সাদিক,কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন কনক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এবং কালীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র এসএম রবিন হোসেন, কালিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি এবং কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভূঁইয়া,কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু,কালীগঞ্জ পৌরসভার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আশরাফুজ্জামান আশরাফ, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক এ জি এস মোঃ ওয়াহিদুল ইসলাম সুমন, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।