সমাজ সেবা অধিদপ্তর কতৃক পরিচালিত ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর ধারাবাহিকতায় আজ০৮/০৫/২০২১ইং রোজঃ শনিবার কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে, এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২১ জনকে ১০,৫০,০০০/- টাকার চেক_বিতরণ_অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল প্রতিমন্ত্রী,বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক,মমতাময়ী নেত্রী শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি (এম,পি),উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিবলী সাদিক,উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ ভাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর ভাই, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত কালীগঞ্জ পৌর সভার মেয়র এস রবিন হোসেন ভাই সহ কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও পৌর সভা ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভাই।
অনুষ্ঠানে উপস্থিত ২১ জন রোগীকে,৫০ হাজার টাকা করে, চেক প্রদান করা হয়,অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয়া বর্তমান করোনাকালীন বিষয়ের উপরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অনুদানের ব্যাপারে কোন দালাল চক্র জাতের কোন চক্রান্ত ও ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে কঠিন হুঁশিয়ারি প্রদান করেন
প্রধান অতিথি নিজ হাতে ৫০ হাজার টাকার চেক এবং একটি করে মাক্স রোগীদের হাতে তুলে দেন
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব এস এম আনোয়ারুল করিম আরও জানান এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে কালীগঞ্জ উপজেলার মত গাজীপুর জেলার অন্যান্য উপজেলায় একিভাবে কর্মসূচি চলমান থাকবে।