টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সোমবার সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে সিসি ক্যামেরা, এসি, টিভি, কম্পিউটার পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল বলেন, সকালে হঠাৎ করে সিঁড়ির ওপরের টিনের ছাউনিতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল ৯টার দিকে খবর পাওয়ার পরপর দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, একতলা প্রেসক্লাব ভবনের ওপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে। সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে।
প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার বলেন, আগুনে প্রেসক্লাবের চাল, পাঁচটি সিসি ক্যামেরা, দুটি এসি, একটি কম্পিউটার, একটি টিভিসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।