গাজীপুরের শ্রীপুরে গরু চুরি করে নিয়ে পালানোর সময় একটি পিক-আপ ও একটি টি চোরাইকৃত গরুসহ ৩ চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (৯ জুন )ভোর সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা এলাকার দেলোয়ার হোসেনের বাড়ি থেকে গরু চুরি করে নেয়ার সময় তাদেরকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন-ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মৃত সুরুজ মিয়া ছেলে মোঃ রাজিব মিয়া। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা হাদিসপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আশিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, উপজেলার নগরহাওলা এলাকা থেকে গরু চুরি করে পিক-আপে করে সকালে জৈনা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে স্থানীয়রা ফোন করলে ঘটনাস্থলে গিয়ে চোরাইকৃত একটি গরু ও একটি পিক-আপ জব্দ এবং ৩ চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।