গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির অপজিট এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালকের নাম রশিদ মিয়া (১৮)। সে নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। রশিদ উপজেলার লতিফপুর এলাকায় কালামের বাসার ভাড়াটিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির অপজিটে রাস্তার ধারে নিচে মঙ্গলবার স্থানীয়রা ওই চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই সোহেল মোল্লা জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ওই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।