আজ ০১/০৬/২০২১ইং রোজঃ মঙ্গলবার গাজীপুরের তালুকদারপাড়া, উত্তর ভুরুলিয়া এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় খাঁন ফুডস নামে একটি বেকারির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়, যা জনজীবনের জন্য হানিকারক মর্মে প্রতীয়মান হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক উক্ত কারখানাকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা জনাব আব্দুস সালাম এছাড়া গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নআয়ের মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোর প্রচারণা চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সহায়তা করেন।