1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস এ ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ,কোটালীপাড়ার রামশীলের আংশিক গ্রাম

যে কোন প্রাকৃতিক দুর্যোগ নদী তীরবর্তী সাধারণ জনজীবনে বয়ে আনে অনাবিল অশান্তি। তারি ধারাবাহিকতায় ধূর্ণিঝড় ইয়াস পয়সারহাট মস্তফাপুর সংযোগ খালের রামশীল অংশে স্লুইসগেটে ব্যপক প্রভাব বিস্তার করে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের বাতাসের কারনে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সংযোগ খালে নির্মিত স্লুইসগেটের পানি নিয়ন্ত্রণকারী কপাট ভেঙ্গে যায়। এতে বসত বাড়ি ও পুকুর তলিয়ে যাওয়ার আশংকায় ভুগছেন গ্রামবাসী। তারা সরকারের নিকট দ্রুত এটার মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

উল্লেখ্য, আনুমানিক ২০ বছর আগে এই সংযোগ খালে পার্শ্ববর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উজেলার নিন্মাঞ্চলের পানি নামার জন্য বরিশাল পানি উন্নয়ন বোর্ড এই স্লুইসগেট নির্মান করেন।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD