নাম আল আমিন হাওলাদার। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের তার জন্ম। ছোট বেলা থেকেই গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বেড়ে উঠেছেন। মানুষের দুঃখ কষ্ট গুলো দেখেছেন খুব কাছ থেকে। তার পিতা মোহাম্মদউল্লা(গেধু)হাওলাদার ছিলেন গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু।
তার বাবা বয়স্ক হবার পর তিনি তিনি চলে যান প্রবাসে। প্রবাসে থেকেও নিজ আদর্শে কিভাবে গ্রামের সহজ সরল মানুষদের পাশে দাঁড়ানো যায় তা নিয়ে ভাবতে থাকেন। দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে দারিদ্র্যতার সাথে শুরু হয় তার সংগ্রামী পথ চলা। দারিদ্র্যতার সাথে যুদ্ধ ঘোষণা করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে গড়ে তোলেন মানবিক সহযোগীতা।তার দক্ষতা, মানবিকতা, সমাজের প্রতি ভালবাসা ছড়িয়ে পড়ে সর্বত্র।
খুব অল্প সময়ে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠেছেন আল আমিন হাওলাদার । সম্প্রতি মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ গুলোর ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ইতিমধ্যে আল আমিন হাওলাদার তার নিজ এলাকা সহ বিভিন্ন ইউনিয়নেও বেশ কিছু হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। করোনা ভাইরাস রোধে সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যমে জনগণকে প্রতিনিয়ত সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
তার নিজ এলাকাবাসী জানান, তিনি একজন সাদা মনের মানুষ। গ্রামের প্রতিটি মানুষের প্রতি তার রয়েছে অকৃত্রিম ভালবাসা। সুখে দুখে তিনি আমাদের পাশে দাঁড়ান। আমরা তাকে ভালবাসি, তিনি আমাদের ভালবাসেন। এ ব্যাপারে মানবিক সেবায় নিয়োজিত প্রবাসী আল আমিন হাওলাদার জানান, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এটা আমার ঈমানি দায়িত্ব। এমন দুর্যোগ কালীন সময়ে আমার এলাকায় কেউ অনাহারে থাকবে সেটা হতে পারেনা।
তার এমন উদ্যোগে তার ইউনিয়নে সকল মানুষ কাছে প্রশংসনীয়
এবং সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন বেশ আলোচিত হয়ে থাকেন।