চলমান লকডাউন পরিস্থিতিতে নেত্রকোনায় ছিন্নমূল মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১ টায় মোক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রাশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
এছাড়াও প্রতিদিন জেলা শহরের বিভিন্ন এলাকা সহ সকল উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের নির্দেশনায় ট্রিপল থ্রি নাম্বারে ফোন করে সহায়তা চাইলেই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয়া হচ্ছে কর্মহীন মানুষের দোরগোড়ায়।
করোনা সংকটের মাঝে খাদ্য সামগ্রী পেয়ে খুশি ছিন্নমূল মানুষেরা। এ সময় চলমান লকডাউন পরিস্থিতিতে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা।