কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের খড়িকাকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুস্থির রঞ্জন তালুকদার ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন।
সুস্থির রঞ্জন তালুকদার দূর্গাপুর সুসং ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেলা ৩ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা প্রয়াত বীরমুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করছি। কলমাকান্দা পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।