পাবনার চাটমোহর পৌরসদের ৯ নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ডে অবস্হিত চাটমোহর পৌরসভার আয়োজনে গরু,মহিষ,ছাগল ও পুরাতন মটর সাইকেলের বিশাল হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ জুন সকাল ১১ ঘটিকায় চাটমোহর পৌরসদরের ৯ নং ওয়ার্ডের নারিকেল পাড়া নতুন বাসস্ট্যান্ডে অবস্হিত বিশাল হাটের শুভ উদ্বোধন ঘোষনা করেন পৌরমেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, তিনি নতুন হাটে আগত ব্যবসায়ীদের সকলের সঙ্গে কথা বলেন এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে দেখেন এবং নিজে কাঁচা তরকারি,সবজি, কাঁঠাল কিনে হাটের উদ্বোধন ঘোষনা করেন।
উক্ত অনুষ্ঠানে পৌর কাউন্সিলর নাজিম উদ্দীন মিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর বার্তার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক তৃতীয় মাত্রা চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, গরু-মহিষ-ছাগলের ব্যাপারী, পুরাতন মটর সাইকেলের ব্যাপারী, মাছ ধরা জালের ব্যাপারী, কাচাঁ তরকারির ব্যাপারী সহ জামা কাপড়ের দোকান, চাকু-বটি,হাসুয়া,চাপাতির দোকান,হলুদ মরিচের দোকান, চা-পানের দোকান,ঝাল মুড়ি, চটপটির দোকান বসেছে।
উক্ত হাটে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাপারীদের জন্য দুপুরের খাবার ব্যবস্হার আয়োজন ও করা হয়েছে এই নতুন হাটে।