পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের সহযোগিতা সামাজিক ও সাহিত্য-সংস্কৃতি ভিত্তিক সংগঠন তারুণ্যের আলো চাটমোহরের পর্যটন এলাকা বওশার রাস্তার দু’পাশে সৌন্দর্য বর্ধনের জন্য ৮০ টি কৃষ্ণচূড়া চারা রোপণ করা করেছে।
এসময় উপস্থিত ছিলেন অনাবিল এর সম্পাদক প্রভাষক ইকবাল কবির রঞ্জু, দৈনিক যুগান্তরের চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার, তারুণ্যের আলো এর অভিভাবক সদস্য আফরিন সুলতানা চামেলি, সভাপতি মেহেদী হাসান মিলন, সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজ কুন্ডু, সহ-অর্থ সম্পাদক নাহিদ হাসান, সদস্য সাকিবুল হাসান আপন, হাসানাত ফেরদৌস পূর্ন্য, আর্য্য কর্মকার, তানহা রাহা লগ্ন, নজরুল ইসলাম বাঁধন, আকরাম আকিব, বিপুল, সূচী প্রমুখ।
বৃক্ষ রোপণ কর্মসূচী বিষয়ে তারুণ্যের আলো এর সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধন জানান, বওসা ব্রীজের পাশদিয়ে গাছ গুলো লাগাতে পেরে অনেক আনন্দ লাগছে এই ভেবে যে যখন গাছ গুলো বড় হবে তখন এই পর্যটন এলাকায় ঘুরতে আসা হাজারো মানুষকে ছায়া দিবে এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে। আমার তারুণ্যের আলোর সকল সদস্য দের ধন্যবাদ জানাই সারাদিন কষ্টকরে গাছগুলো রোপন করারা জন্য।
কর্মসূচীতে বৃক্ষ রোপণে সহযোগীতা চাটমোহর যুব সোসাইটি। এ সময় তাদের তাদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শেখ জাবের আল-শিহাব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুয়েল, দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদ, সারজিল হাসান মানিক, আবু বকর সিদ্দিক, আবু সাঈদ,এনামুল, মুন্না প্রমুখ।