পাবনার চাটমোহর উপজেলায় চাটমোহর ক্রিকেট একাডেমীর উদ্যোগে প্যাকেট ইফতারি এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
৭ই মে শুক্রবার বিকেলে পৌর সদরের নারিকেলপাড়া মহল্লায় বিতরণ শুরু করে
সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র ২শ’ মানুষের মাঝে প্যাকেট ইফতারি এবং মাস্ক বিতরণ করা হয়।
এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চ্যানেল টোয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু সহ অনেকে উপস্থিত ছিলেন।