সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাসস্ট্যান্ডে বাসযাত্রী গরু ব্যবসায়ী আবুল খায়ের (৪০) কে মলম লাগিয়ে তার নিকট থেকে ৭৬,৯০০/- নিয়ে পালিয়ে যাওয়ার সময় উক্ত ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ মলম পার্টির সদস্য সবুজ আলম (৩৩), পিতা-মোজের আলী, সাং- গুলিশাখালী, থানা-তালা, জেলা-সাতক্ষীরা’কে আটক করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যবসায়ীর ছিনিয়ে নেয়া ৭৬,৯০০/- টাকা ও বিষাক্ত মলম উদ্ধার করে। অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ ও দ্রুত আসামীকে আলামত টাকা ও রাসায়নিক মলম সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।