দামুড়হুদা সদর-চিতলা-মোক্তারপুর-হাতিভাঙা-জুরানপুর-বিষ্ষু পুর-নতিপোতা-দামুড়হুদা সদর-খা পাড়া -দাসপাড়া-কুশাঘাটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দুপুর ১২-টা হতে দুপুর ০৩ঃ৩০ ও সন্ধ্যা ০৬ঃ০০ হতে রাত ০৯ঃ১৫ পর্যন্ত এই সময়ে বিভিন্ন শ্রেনী পেশার লোককে শাস্তি দেওয়া হয়।
মামলা সংখ্যা- ৭ টি
জরিমানা- ২৯০০০/-(উনত্রিশ হাজার টাকা )
দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা।
৯ টি মাইক্রোবাস,১৯ টি সিএনজি অটো, ২৭ টা অটো,২৩ টি মোটরসাইকেল ও ৯ টি ট্রাক ফেরত পাঠানো হয় এবং এদের সকলের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় ।
দামুড়হুদা মডেল থানা ও জেলা হতে আগত আনসার সদস্য সহযোগিতা করেন ।
জেলা থেকে আগত ম্যাজিস্ট্রেট সবুজ বসাক এর সাথে দেখা হয় আজ রাতে মোবাইল কোর্ট করার সময়ে।
বিনা প্রয়োজনে বাহির হলে বা একসাথে বসে আড্ডা দিলে আগামীকাল হতে কারাদণ্ড সহ বড় আর্থিক জরিমানা করা হবে।