করোনাকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার কুমার মন্ডল বলেন, বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ দিনে দিনে বেড়েই চলেছে, করোনাভাইরাস শুরু থেকেই আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমগ্র উপজেলা ব্যাপী চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার-প্রচারণা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সহ আমার সকল কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে রয়েছে জনসচেতনতা বৃদ্ধি সহ বর্তমানে সরকারের প্রজ্ঞাপন জারি কিত লকডাউন বাস্তবায়নের জন্য। গতকাল থেকে শুরু হওয়া লকডাউন শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে সমগ্র মাঠ ব্যাপী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সর্বস্তরের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে সচেতন হয় একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে। আসুন আমরা সকলেই মাক্স পরি,অন্যকে মাক্স পরতে সহায়তা করি, সকলেই সামাজিক দূরত্ব মেনে চলি সুস্থ-সুন্দর করোনা মুক্ত জীবন গড়ি। আমাদের আজকের সচেতনতাই পারে আগামী দিনে সুন্দর একটি জীবন উপহার দিতে।
বর্তমান লকডাউন এর বিষয় আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন বর্তমান সরকার এই মহামারী করনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে যে লকডাউন ঘোষণা দিয়েছে সরকার এই লকডাউন কে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গা থানা পুলিশ রয়েছে সদা তৎপর। শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলিতে করা হয়েছে পুলিশ মোতায়েন, সমগ্র দিনব্যাপী চালানো হচ্ছে সচেতনতা মূলক প্রচার প্রচারণা। অপ্রয়োজনে যেন কেউ ঘর থেকে বের হয়ে যেখানে সেখানে জটলা তৈরি করতে না পারে সেদিকে রাখা হচ্ছে কঠোর দৃষ্টি। আসুন আমরা সকলেই সরকারের দেওয়া বিধি-বিধান মেনে চলি, করোনার এই ভয়াল থাবা থেকে নিজেকে রক্ষা করি এবং অপরকে সচেতন করি।