চুয়াডাঙ্গায় করোনা মোকাবেলায় আর্তমানবতার সেবায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল , সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা । আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা হৃদয় , কানন , ইমরোজ , সজল , রাজন , খালেক , সানজিদ , আরমান ।
এসময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি বলেন মহামারী এই করোনা ভাইরাস আমাদের চুয়াডাঙ্গা জেলায় অনেক ভয়ানক রূপে আক্রান্ত করেছে । আপনারা সকলে ঘরে থাকুন আমরা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ আপনাদের সেবায় বিগত দিনের মতোন এখনো সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ । আপনাদের অক্সিজেন এর সমস্যা হলে আমাদের যেকনো জানাতে পারেন ।
হটলাইন নাম্বার :
০১৭১০-০৩৫২২২
জাকির হুছাইন জ্যাকি
যুগ্ম-সাধারণ সম্পাদক ,চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ
০১৯৪২-২৪০০২৪
নাঈম পারভেজ সজল
সাধারণ সম্পাদক,চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ
০১৭৩২-৭৪৪৭৪৪
সুমন রেজা
সাধারণ সম্পাদক , চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ