কুমিল্লার আদালতে অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে রোববার বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে এ মামলা করেন।
বিভিন্ন সূত্রে জানা যায় আইনজীবীদের ‘হাই প্রেসার-২’ নাটকে হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।
অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় মামলার বাকি ৩ জন বিবাদীরা হলেন- অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ